০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অন্যতম শক্তিশালী কমলের সিএম এসডির সিন্ডিকেট

  • দৈনিক সময়ের কথা
  • প্রকাশিত: ০৩:১৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বেসরকারী লোক হয়ে ও কিভাবে সিএমএসডির self clearance এর কাজে জড়িত কামাল উদ্দিন (কমল)। বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখা যায়- ভ্যাকসিন এর মালামাল ০১ গাড়ী হলে বিল করে এইচ আর ট্রান্সেপার্ট ০৫ গাড়ী।

 

এ টাকার অর্ধেক নেয় কামাল উদ্দিন (কমল) বাকী টাকা এইচ আর ট্রান্সেপার্ট এর মালিকের পকেটে যায়। অথচ ০২ টি ভ্যাকসিনের গাড়ী WHO সংস্থা থেকে সিএমএসডিকে দেওয়ার পরে ও বাহিরে থেকে ভ্যাকসিনের ট্রাক ভাড়া করে। ইহাতে সরকারের বিপুল পরিমান আর্থিক ক্ষতি হচ্ছে। ২০১৪ সাল থেকে ১৭ জন সিএন্ডএফ এজেন্টে এর একজন সদস্য। এম.বি ট্রেডিং কোম্পানীর পার্টনারশীপ লোক কামাল উদ্দিন (কমল)। এখনও দুর্নিতি করে আসছে। এইচ আর ট্রান্সেপার্ট এর সহোযোগিতায় এসব কাজ হচ্ছে।

 

এমনকি পরবতীতে সিএন্ডএফ এর পার্টনারশীপ হিসেবে এইচ আর ট্রান্সেপার্ট এর মালিক কে কামাল উদ্দিন (কমল) প্রস্তাব দিয়ে আসছে জানা যায়। অফিস কার্যালয়ে আনাগোনা ঘিরেই থাকে বহিরাগত লোকজনের দালাল টাউটদের নিয়ে শক্তিশালী অন্যতম সিন্ডিকেট চক্র বেপরোয়া হয়ে উঠেছে। সিএমএসডিতে দায়িত্ব পালন করা সরকারি দায়িত্বশীল কর্মকর্তা অনেকটাই অসহায় হয়ে গেছে দালালদের আনাগোনায় ও বহিরাগত লোকজনের আড্ডার কারনে। অফিসের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল হিসেবে কর্মকর্তা কর্মচারীরা চুপচাপ থাকেন?

টেগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় ফুটপাতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি, নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী আক্তার!

অন্যতম শক্তিশালী কমলের সিএম এসডির সিন্ডিকেট

প্রকাশিত: ০৩:১৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

বেসরকারী লোক হয়ে ও কিভাবে সিএমএসডির self clearance এর কাজে জড়িত কামাল উদ্দিন (কমল)। বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখা যায়- ভ্যাকসিন এর মালামাল ০১ গাড়ী হলে বিল করে এইচ আর ট্রান্সেপার্ট ০৫ গাড়ী।

 

এ টাকার অর্ধেক নেয় কামাল উদ্দিন (কমল) বাকী টাকা এইচ আর ট্রান্সেপার্ট এর মালিকের পকেটে যায়। অথচ ০২ টি ভ্যাকসিনের গাড়ী WHO সংস্থা থেকে সিএমএসডিকে দেওয়ার পরে ও বাহিরে থেকে ভ্যাকসিনের ট্রাক ভাড়া করে। ইহাতে সরকারের বিপুল পরিমান আর্থিক ক্ষতি হচ্ছে। ২০১৪ সাল থেকে ১৭ জন সিএন্ডএফ এজেন্টে এর একজন সদস্য। এম.বি ট্রেডিং কোম্পানীর পার্টনারশীপ লোক কামাল উদ্দিন (কমল)। এখনও দুর্নিতি করে আসছে। এইচ আর ট্রান্সেপার্ট এর সহোযোগিতায় এসব কাজ হচ্ছে।

 

এমনকি পরবতীতে সিএন্ডএফ এর পার্টনারশীপ হিসেবে এইচ আর ট্রান্সেপার্ট এর মালিক কে কামাল উদ্দিন (কমল) প্রস্তাব দিয়ে আসছে জানা যায়। অফিস কার্যালয়ে আনাগোনা ঘিরেই থাকে বহিরাগত লোকজনের দালাল টাউটদের নিয়ে শক্তিশালী অন্যতম সিন্ডিকেট চক্র বেপরোয়া হয়ে উঠেছে। সিএমএসডিতে দায়িত্ব পালন করা সরকারি দায়িত্বশীল কর্মকর্তা অনেকটাই অসহায় হয়ে গেছে দালালদের আনাগোনায় ও বহিরাগত লোকজনের আড্ডার কারনে। অফিসের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল হিসেবে কর্মকর্তা কর্মচারীরা চুপচাপ থাকেন?