
ষ্টাফ রিপোর্টারঃ শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে কুকুটিয়া ইউনিয়নের হারিয়া মুইনসায় বিএনপি নেতা মোঃ ফেরহাদ হোসেনের বাড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান মতি। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন হাওলাদার।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফেরহাদ হোসেন।
এদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এবং ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মানিক শেখ। এছাড়াও অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুপলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিঠু, সাইফুল, আশিকসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপি নেতা ফরহাদ হোসেন নিজ হাতে সকল নেতাকর্মীদের মিষ্টিমুখ করান।