
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর খিলক্ষেতে দখল চাঁদাবাজ চক্র বেপরোয়া হয়ে উঠেছে, দোকানে দোকানে হুমকি ধামকি হামলা ভাংচুর, লুটপাট ও দখল প্রতিযোগিতা চলছে । বিএনপির নাম ভাঙ্গিয়ে
দখল চাঁদাবাজি করছে স্থানীয় লোকজন বলেন। খিলক্ষেত থানা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আসলাম উদ্দিনের বাড়ীর পশ্চিম পাশে রেলওয়ে মসজিদের উত্তর পাশে হাবিবের বাড়ীর সামনে টিনের দোকান চাঁদার টার জন্য হামলা ভাংচুর ও লুটপাট করা হয়। মসজিদের হজুর বলেন খিলক্ষেত বাজার রেলওয়ে এলাকায় প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজি চলছে, দখল চাঁদাবাজি নিয়ন্ত্রণ কেন্দ্রে করে মাঝে মধ্যে তুমুল রক্তক্ষয়ী মারামারি হয়। থানায় ও সেনা বাহিনীর ক্যাম্পে অভিযোগ রয়েছে অনেকেই বিরুদ্ধে। দুর্ধর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীদের গডফাদার একাধিক মামলার আসামী
খোকন এর নেতৃত্বে হাবিবের টিনের দোকান চাঁদার টাকার
হামলা ভাংচুর লুটপাট করা হয়। খোকনের নেতৃত্বে লিটন
শিশির, নজরুল, সাদ্দাম, সুমন, শরিফ সহ শতাধিক চাঁদাবাজ সন্ত্রাসী। এসময় আরো ৭ থেকে ৯ টি দোকানে হুমকি ধামকি দেয় চাঁদার টাকার জন্য। খিলক্ষেত বাজার রেলওয়ে বাজার এলাকায় প্রেসক্লাব, মানবাধিকার সংগঠন, দলীয় কার্যালয় সহ ৩ শতাধিক স্থানে হামলা ভাংচুর করে ও দখল করেছে জানাজায়।