০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবির সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক আর নেই

  • নাদিয়া ইসলাম
  • প্রকাশিত: ১১:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১০ টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসক ডিক্লেয়ার করেছেন যে তিনি আর নেই। ব্রেইন হ্যামারেজের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

তার নামাজে-জানাজার ব্যাপারে তিনি বলেন, শুক্রবার বাদ যোহর নামাজে-জানাজা অনুষ্ঠিত হবে। তবে কোথায় অনুষ্ঠিত  হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, আজিমপুরে বাবা মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় মাটিতে পড়ে আঘাত পান আ আ ম স আরেফিন সিদ্দিক। সেদিন বিকালে মাথায় আঘাতজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। পরে মৃত্যুর আগপর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

টেগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় ফুটপাতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি, নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী আক্তার!

ঢাবির সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক আর নেই

প্রকাশিত: ১১:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১০ টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসক ডিক্লেয়ার করেছেন যে তিনি আর নেই। ব্রেইন হ্যামারেজের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

তার নামাজে-জানাজার ব্যাপারে তিনি বলেন, শুক্রবার বাদ যোহর নামাজে-জানাজা অনুষ্ঠিত হবে। তবে কোথায় অনুষ্ঠিত  হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, আজিমপুরে বাবা মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় মাটিতে পড়ে আঘাত পান আ আ ম স আরেফিন সিদ্দিক। সেদিন বিকালে মাথায় আঘাতজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। পরে মৃত্যুর আগপর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।