
ভোজ্য তেলে ভ্যাট কমানো বাংলাদেশ V/S ভারত গত অক্টোবর-২৪ বাংলাদেশে ভোজ্য তেলে ১৫% ভ্যাট থেকে ৫% ভ্যাট কমানো হয়েছে। বর্তমানে বাংলাদেশে পাম তেলের মূল্য ১৭২ টাকা কেজি, সোয়াবিন ১৭৭ টাকা কেজি। অন্যদিকে ভারতে ২২% ট্যাক্স বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ভারতে প্রতি কেজি পাম তেলের মূল্য ১৩৮ রুপি (যা বাংলা টাকায় ১৮৬ টাকা) প্রতি কেজি সোয়াবিন ১৩৫ রুপি (যা বাংলা টাকায় ১৮২ টাকা) ভারতে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় এক দল অসৎ ব্যবসায়ী বাংলাদেশ থেকে তেল পাচার করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। এর ভুক্তভোগি হলো বাংলার সাধারণ জনগণ। বাংলাদেশে ভোজ্য তেল আসে। মালোশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও আমেরিকা থেকে ডলার দিয়ে ক্রয় করছে, কিন্তু চলে যাচ্ছে ভারতে। একদিক দিয়ে আমার বাংলাদেশ থেকে ভারতে ভোজ্য তেল যাচ্ছে, অন্যদিকে ডলার পাচার হচ্ছে না তো….!
অচিরেই ভোজ্য তেলের হাহাকার দেখতে পাচ্ছি!!!
এতো কিছুর পরও গত ১৪/১১/২০২৪ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আরো ০৫% ভ্যাট কমানোর তোড়জোড় চলছে। তেলের দাম কমানো হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য, আর ফায়দা লুটছে ভারতের জনগণ।
কে রুখবে তাদের!!
কে ঠেকাবে এই বৈষম্য?
বলেছেন আব্দুল ওয়াহিদ, সাধারণ ব্যবসায়ী, যাত্রাবাড়ী বাজার।