০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সেরা ফুটবলারের বিতর্ক আরও উসকে দিলেন রোনালদো

  • দৈনিক সময়ের কথা
  • প্রকাশিত: ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো– ফুটবল বিশ্বে বর্তমানের সেরা ফুটবলার কে? এমন বিতর্ক অনেকদিন ধরেই চলছে। পর্তুগিজ তারকা হরহামেশাই নিজেকে সেরা দাবি করে যুক্তি দেখিয়ে আসছেন। সেকরকম অভিমত জানাতে গিয়েই বিতর্ক আরও উসকে দিয়েছেন রোনালদো। কেবল মেসিই নয়, তিনি এবার নিজেকে ব্রাজিল-আর্জেন্টিনার কিংবদন্তি পেলে-দিয়েগো ম্যারাডোনার চেয়েও সেরা দাবি করেছেন।

পেলে-ম্যারাডোনার যুগ আগেই পার হয়েছে, তবে এই দুজনের মধ্যে কে সেরা সেই বিতর্ক থামেনি। তারা নিজেরাও সেভাবে গা মাড়াননি এমন বিতর্কে। পেলে ব্রাজিলের হয়ে তিনবার এবং ম্যারাডোনাকে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দিয়েছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তালিকায়ও তারা থাকবেন সামনের কাতারে। সেই দুজনকেই কিনা তুলনাতে টেনে আনলেন সিআরসেভেন, তাতেই ক্ষান্ত হননি নিজেকে সবচেয়ে ‘কমপ্লিট ফুটবলার’ বলেও দাবি তার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিঙ্গাতো’কে দেওয়া সাক্ষাৎকারে সর্বকালের সেরা ফুটবলার (গোট) প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত খেলা ফুটবলারদের মধ্যে আমি সবচেয়ে কমপ্লিট খেলোয়াড়। এটি আমার মতামত। মানুষের পছন্দ বা রুচি নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে আমার মতে এটি আমি। ফুটবলে (মাঠে) আমি সবকিছুই করেছি। আমি ভালো হেড দিতে পারি, সেট-পিসেও ভালো, বাঁ-পায়েও শট নেওয়ার সামর্থ্য আছে, আমি গতিসম্পন্ন, শক্তিশালী এবং ভালো লাফ দিতে পারি।’

এরপরই পেলে-ম্যারাডোনা ও মেসির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পছন্দ হচ্ছে একটি দিক, আপনি মেসি, পেলে অথবা ম্যারাডোনার কথা বলতে পারেন। আমি অনেকের কাছে তাদের নাম শুনেছি–ও, সেটিকে আমি সম্মান জানাই। কিন্তু ‘‘ক্রিশ্চিয়ানো সেরা নয়’’ এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি সবচেয়ে সম্পূর্ণ একজন। আমার চেয়ে তুলনামূলক সেরা কাউকে দেখিনি এবং এটি আমার একান্ত মনের কথাই জানালাম।’

৩৯ পেরিয়ে ৪০ বছর বয়সের পথেও ফুটবল মাঠে ছুটছেন রোনালদো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলের মালিকও আল-নাসরের এই পর্তুগিজ ফরোয়ার্ড। পেশাদার ফুটবলে ৯০০তম গোল পূর্ণ করেই হাজারও গোলের স্বপ্ন দেখছেন সিআরসেভেন। এই প্রসঙ্গে তার ভাষ্য– ‘যদি আমি ৯২০, ৯২৫ গোল করতে পারি…সেটি আমার কাছে কোনো বিষয়ই না। আমি ইতিহাসের সবচেয়ে সেরা, এই পিরিয়ডে। যদি আমি ১০০০ গোলের মাইলফলক পূর্ণ করতে পারি, তাহলে ভালো। যদি না পারি, তাও ভালো। সংখ্যা কখনও মিথ্যা বলে না।’

এর আগে রোনালদো এক হাজার গোল পূর্ণ করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে প্রতিনিয়ত নিজের গোলসংখ্যাকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন তিনি। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২১৭ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১৩৫টি গোল। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী তারকার পেশাদার ক্যারিয়ারে গোল ৯২৩টি।

টেগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় ফুটপাতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি, নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী আক্তার!

বিশ্বের সেরা ফুটবলারের বিতর্ক আরও উসকে দিলেন রোনালদো

প্রকাশিত: ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো– ফুটবল বিশ্বে বর্তমানের সেরা ফুটবলার কে? এমন বিতর্ক অনেকদিন ধরেই চলছে। পর্তুগিজ তারকা হরহামেশাই নিজেকে সেরা দাবি করে যুক্তি দেখিয়ে আসছেন। সেকরকম অভিমত জানাতে গিয়েই বিতর্ক আরও উসকে দিয়েছেন রোনালদো। কেবল মেসিই নয়, তিনি এবার নিজেকে ব্রাজিল-আর্জেন্টিনার কিংবদন্তি পেলে-দিয়েগো ম্যারাডোনার চেয়েও সেরা দাবি করেছেন।

পেলে-ম্যারাডোনার যুগ আগেই পার হয়েছে, তবে এই দুজনের মধ্যে কে সেরা সেই বিতর্ক থামেনি। তারা নিজেরাও সেভাবে গা মাড়াননি এমন বিতর্কে। পেলে ব্রাজিলের হয়ে তিনবার এবং ম্যারাডোনাকে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দিয়েছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তালিকায়ও তারা থাকবেন সামনের কাতারে। সেই দুজনকেই কিনা তুলনাতে টেনে আনলেন সিআরসেভেন, তাতেই ক্ষান্ত হননি নিজেকে সবচেয়ে ‘কমপ্লিট ফুটবলার’ বলেও দাবি তার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিঙ্গাতো’কে দেওয়া সাক্ষাৎকারে সর্বকালের সেরা ফুটবলার (গোট) প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত খেলা ফুটবলারদের মধ্যে আমি সবচেয়ে কমপ্লিট খেলোয়াড়। এটি আমার মতামত। মানুষের পছন্দ বা রুচি নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে আমার মতে এটি আমি। ফুটবলে (মাঠে) আমি সবকিছুই করেছি। আমি ভালো হেড দিতে পারি, সেট-পিসেও ভালো, বাঁ-পায়েও শট নেওয়ার সামর্থ্য আছে, আমি গতিসম্পন্ন, শক্তিশালী এবং ভালো লাফ দিতে পারি।’

এরপরই পেলে-ম্যারাডোনা ও মেসির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পছন্দ হচ্ছে একটি দিক, আপনি মেসি, পেলে অথবা ম্যারাডোনার কথা বলতে পারেন। আমি অনেকের কাছে তাদের নাম শুনেছি–ও, সেটিকে আমি সম্মান জানাই। কিন্তু ‘‘ক্রিশ্চিয়ানো সেরা নয়’’ এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি সবচেয়ে সম্পূর্ণ একজন। আমার চেয়ে তুলনামূলক সেরা কাউকে দেখিনি এবং এটি আমার একান্ত মনের কথাই জানালাম।’

৩৯ পেরিয়ে ৪০ বছর বয়সের পথেও ফুটবল মাঠে ছুটছেন রোনালদো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলের মালিকও আল-নাসরের এই পর্তুগিজ ফরোয়ার্ড। পেশাদার ফুটবলে ৯০০তম গোল পূর্ণ করেই হাজারও গোলের স্বপ্ন দেখছেন সিআরসেভেন। এই প্রসঙ্গে তার ভাষ্য– ‘যদি আমি ৯২০, ৯২৫ গোল করতে পারি…সেটি আমার কাছে কোনো বিষয়ই না। আমি ইতিহাসের সবচেয়ে সেরা, এই পিরিয়ডে। যদি আমি ১০০০ গোলের মাইলফলক পূর্ণ করতে পারি, তাহলে ভালো। যদি না পারি, তাও ভালো। সংখ্যা কখনও মিথ্যা বলে না।’

এর আগে রোনালদো এক হাজার গোল পূর্ণ করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে প্রতিনিয়ত নিজের গোলসংখ্যাকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন তিনি। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২১৭ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১৩৫টি গোল। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী তারকার পেশাদার ক্যারিয়ারে গোল ৯২৩টি।