
মোহাম্মদ মহাসিনঃ
মাদকের আখরা হিসেবে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাদিরাপাড়া , ডুলিপাড়া , বরমী পুর্বপাড়া, গিল্বাসহর ,ছিটপাড়া এক অভয়ারণ্য হিসেবে পরিচিতি হয়ে উঠেছে। বিশেষ করে ৫ ই আগস্ট এর পর প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে যাওয়ায় মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে।এইসব কাজে তারা স্থানীয় কিছু কিছু নেতা-কর্মীদের ব্যবহার করে যাতে কেউ কিছু বলতে না পারে।ছিটপাড়া ,মুন্সীবাড়ী, কাদিড়াপাড়া, ডুলিপাড়া, বরমী পুর্বপাড়া, এলাকাগুলোতে সন্ধ্যার পর রাস্তায় বসে বসে সবার সামনে গাজা ও ইয়াবা সেমন করে কেউ ভয়ে কিছু বলতে পারেনা। কেউ কিছু বলতে গেলেই নেতারা এসে চিল্লাচিল্লি করে মর্মে স্থানীয় এক লোকজন জানায়।এই প্রসঙ্গে অত্র ইউনিয়ন এর গণ্যমান্য লোকজন জানায় যে ,এভাবে আসলে সমাজ চলতে পারে না ,কেউ এইসবের দাইত্ব নেয় না। কারণ কেউ চায়না মাদক ব্যবসায়ীদের আক্রোশের স্বীকার হউক। আর যারা এই মাদক ব্যবসায়ী পরিচালনা করে তারাই ডাকাতি থেকে শুরু করে নানাবিধ অপরাধের সাথে জড়িত। কথা হয় এই এলাকার স্থানীয় যুবক সামাউন সাজিব এর সাথে।তিনি বলেন আমরা চেষ্টা করছি যুব সমাজ একত্রিত হয়ে এইবের প্রতিবাদ করার, তা আবার নানাবিধ কারণে বাধাগ্রস্ত করছে মাদকের সিন্ডিকেটরা।এইসব সিন্ডিকেটরা হুমকি-দামকি দেওয়াসহ এমনভাবে বলে বেশি বাড়াবাড়ি করলে এমন অবস্থা করবে বাড়িতে ঘুমাতে পারবিনা। কিন্তু কথা হল যে যেভাবে মাদক বিস্তার ঘটছে এভাবে চলতে থাকলে আল্টিমেটলি সবাই মাদকে আসক্ত হয়ে যাবে। তারুণ্য যে আমাদের শক্তি তা ভেঙে পড়বে। তাই দলমত নির্বিশেষে আমাদের মাদকের বিরুদ্ধে সবার অবস্থান নেওয়া উচিৎ বিশেষ করে যেকোনো দলের কোন লোকজন যদি দলীয় পরিচয় দিয়ে মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ে তাদের সামাজিক ভাবে প্রতিহত করা হবে।সেই সাথে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি আমাদের এই এলাকাগুলোতে।