
স্টাফ রিপোর্টার
রব্বিল আলামীন নূরানী-হাফিজিয়া এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা
চত্বরে এতিমদের সাথে ইফতার এবং
এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছেন র্যাব-১৩’র অধিনায়ক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, পিএসসি, জিডি (পি )।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা সহ অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক ও
মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৪ মার্চ সোমবার রংপুর মহানগরীর উত্তম মুন্সি পাড়াস্থ রব্বিল আলামীন নূরানী-হাফিজিয়া এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার এবং ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-১৩’র উপ অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ মেহেদী হাসান (এক্স), (এইচ৪), বিএন, এবং র্যাব-১৩’র এ্যাডজুটেন্ট অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান।