
মোঃ তরিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর জেলা একটি ব্যস্ত এলাকা গাজীপুর জেলা একটি শিল্প নগরী এলাকা গাজীপুর জেলার প্রতিটি উপজেলায় রয়েছে একাধিক গার্মেন্টস ফ্যাক্টরী। বেশির ভাগ গার্মেন্টস ফ্যাক্টরীর ভিতরে রয়েছে সরকারি বনের জমি, যেমন কাশীমপুর হইতে জিরানী বাজার পর্যন্ত যেসকল গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে এগুলোর মধ্যে বেশির ভাগ গার্মেন্টস ফ্যাক্টরীর ভিতরে বনের জমি রয়েছে, কাশীমপুর বিটের আওতাধীন , কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন। কোনাবাড়ি নতুন বাজার গাড়ি পার্কিং করে রাখা হয় এগুলো ও বনের জমিতে। কালিয়াকৈর উপজেলার মধ্যে একাধিক গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে প্রতিটি গার্মেন্টসের ভিতর সরকারি বনের জমি রয়েছে, গার্মেন্টস মালিক কোটি প্রতি তাদের সঙ্গে মতবিনিময় করছেন অসাধু কিছু বিট কর্মকর্তা এবং নিরবতা পালন করে থাকার কারণে সরকারি বনের জমি দখল করে নিয়েছে বিভিন্ন গার্মেন্টস মালিক পক্ষের লোকজনেরা। সেই সঠিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক বার বিপদের মধ্যে পরতে হয়েছে বেশ কিছু সাংবাদিককে। আসলেই টাকার কাছে বিক্রি হয়ে যায় কিছু অসাধু সরকারি বন কর্মকর্তা ।বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরীর রাস্তা সরকারি বনের জমির উপর দিয়ে নিয়েছে , তবুও কোনপ্রকার সমস্যা হচ্ছে না বন বিভাগের লোকজনের। অথচ সাধারণ দিন মজুরি খেটে খাওয়া অসহায় মানুষের পুরাতন বসত বাড়ি নষ্ট হয়েছে সেই পুরাতন ঘরটি একটু মেরামত করতে গেলে বিট কর্মকর্তাকে দিতে হয় মোটা অংকের টাকা নয়তো সেই পুরাতন ঘরটি মেরামত করতে পারে না। বিভিন্ন স্থানে সরকারি বনের জমির উপর উচ্ছেদ করেছে সব গুলোই হলো সাধারণ গরীব দুঃখী অসহায় মানুষের বাড়ি ঘর। কোনোদিন শুনা যায়নি গার্মেন্টস ফ্যাক্টরীর ভিতর থেকে সরকারি বনের জমি উদ্ধার করা হয়েছে। বন বিভাগের লোকজনের কাছে আমি একটি কথাই বলবো আপনারা সাধারণ গরীব মানুষের ঘর বাড়ি ভাংচুর না করে কোটি প্রতি গার্মেন্টস ফ্যাক্টরীর মালিক পক্ষের লোকজনকে ধরেন এরা কেনো সরকারি বনের জমি দখল করে নিয়েছে এবং বনের জমি দখল করে ফ্যাক্টরী তৈরী করেছে। গাজীপুরের বনের জমি গিলে খাচ্ছে অবৈধ ভাবে বিভিন্ন গার্মেন্টস মালিক পক্ষ । অথচ যাদের থাকার মত সারা বাংলাদেশে এক শতাংশ মালিকানা জমি নেই সেই সকল গরীব দুঃখী অসহায় পরিবারের ঘর বাড়ি ভাংচুর করে মানুষের মাঝে দেখানো হচ্ছে, বন বিভাগের লোকজন সরকারি বনের জমি বেদখল থেকে উদ্ধার করছে। সাধারণ জনগণকে হয়রানি করে রাতারাতি মোটা অংকের ইনকামের পাঁইতারা বাদ দিন গরীব দুঃখী অসহায় পরিবারের লোকজনের ক্ষতির চিন্তা করবেন না বন বিভাগের লোকজনকে অনুরোধ করছি । সাংবাদিক সঠিক সংবাদ সংগ্রহ করতে গেলে ও বিপদের মধ্যে পরছে, সাংবাদিক সঠিক সংবাদ প্রকাশ করলে ও একাধিক বার বিপদের মধ্যে পরছে, পরাপ্রতি নিউজ নাম সহ প্রকাশিত হবে ।