ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীস্থ বেইলি সেতুটি ভেঙে তুরাগ নদে পড়েছে। এ পথে চলাচলকারী সব যাত্রী ও যানবাহনকে টঙ্গী সেতু এড়িয়ে বিকল্প হিসেবে কামারপাড়া মুন্নুগেট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টঙ্গী (তুরাগ নদীর ওপর) বেইলি সেতুটি নড়বড়ে ছিল। আজ ভোরে পাথরের ওভারলোডেড ডাম্প ট্রাকের কারণে ভেঙে গেছে। ডাম্প ট্রাকটি তুরাগ নদে পড়ে রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও মিডিয়া বিভাগ জানায়, ভোরে টঙ্গীস্থ বেইলি সেতুটি ভেঙে গেছে। কামারপাড়া মুন্নুগেট দিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।