শেখ, হামিদুর রহমান মুন্সিগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের শ্রীনগরে পর্নোগ্রাফি মামলায় মো: জয় (১৯) ও আরমান বেপারী (১৬) নামে দু’ তরুণকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘গত ৫ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাঘরা গ্রামে তিনজনের একদল চোর সৌদি প্রবাসী মো: মনিরুজ্জামানের বাসভবনে প্রবেশ করে। চুরি করার উদ্দেশ্যে বাসভবনের শোবার কক্ষে ঢোকার পর প্রবাসীর স্ত্রী জয়কে চিনে ফেলেন। এতে তিন বছরের মেয়ের গলায় ধারালো অস্ত্র ধরে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করতে বাধ্য করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তারা। পরে তারা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।’এর আগে, শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাঘরা গ্রাম থেকে তাদের দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। গ্রেফতার হওয়া জয় বাঘরা গ্রামের মো: জাহিদুলের ছেলে এবং আরমান একই গ্রামের রানা বেপারীর ছেলে। ওসি আরো বলেন, ‘ওই ঘটনার পর দিন ৬ ডিসেম্বর বিকেলে এলাকাবাসী ধারালো অস্ত্রসহ মো: ফাহাদ (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ওই দিবাগত রাতে প্রবাসীর স্ত্রী তিনজনের নাম উল্লেখ করে পর্নোগ্রাফি আইনে শ্রীনগর থানা য় মামলা দায়ের করেন। এ নিয়ে এ মামলার তিন আসামিই গ্রেফতার হলো।’
০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে পর্নোগ্রাফি মামলায় ২ তরুণ গ্রেফতার
- দৈনিক সময়ের কথা
- প্রকাশিত: ০৮:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- ৬ বার দেখা হয়েছে
টেগ :
জনপ্রিয়