সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলোচিত আসলাম হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী রশুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার অত্যাচার ও জবর দখলের প্রতিবাদ এবং তাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বুধবার সকাল ১০ টায় সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া ষ্ট্যান্ডে ঘন্টা ব্যপী মানববন্ধন কর্মসূচিতে রশুনিয়া গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েকশো নারী পুরুষ অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় যুবলীগ নেতা সোহেল রানাকে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রশুনিয়া ৫ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মানিক, আবুল কালাম বেপারী,আলী হোসেন বেপারী, বিল্লাল বেপারী, মতিন শেখ ও তানজিনা বেগম।
বক্তারা বলেন, যুবলীগ নেতা সোহেল রানা জাল দলিল করে এলাকার বহু মানুষের জমি অন্যায় ভাবে দখল করেছে। এমনকি সে জোর পূর্বক সম্পত্তি দখল করতে গিয়ে রশুনিয়া গ্রামের বাসিন্দা আসলামকে হত্যা করেছে। কেউ তার জবর দখলের প্রতিবাদ করলে সে তাদেরকে মারধরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। সোহেল রানা এডভোকেট হওয়ার সুবাদে এবং সাবেক এমপি মহিউদ্দিনের ছত্রছায়ায় এলাকার বহু মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করেছে। এলাকার বহু নিরীহ মানুষের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা থেকে গায়েবী মামলা দিয়ে হয়রানীসহ জেলও খাঁটিয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা ও ২০ টিরও বেশী লিখিত অভিযোগ ও সাধারণ ডাইরী থাকলেও সাবেক এমপি মহিউদ্দিনের ছত্রছায়ায় থাকার কারণে বারংবার সে পার পেয়ে গেছে। আমরা তার স্বেচ্ছাচারিতা ও অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি। আমরা অত্যাচারী ভূমিদস্যূ ও খুনি সোহেলকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
মানববন্ধনে স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে বাবুল শিকদার,আমির শিকদার,ইসমাইল শেখ, রাকিব শেখ,হারুন শেখ,শান্ত বেপারী,হারুন শিকদার,সিরাজ বেপারী, বাচ্চু শিকদার, সোহেল বেপারী ও মোঃ রাকিব শেখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি যুবলীগ নেতা সোহেল রানার বিরুদ্ধে সিরাজদিখান থানায় স্থানীয় ১০৬ জনের গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।