তুরাগ প্রতিনিধিঃ
ঢাকা মহানগর উত্তরের ৫৩ নং ওয়ার্ডে বিএনপির অনুসারী নেতাকর্মী পরিচয় দিয়ে বেপরোয়া অবৈধ দখল চাঁদাবাজি, মাদকদ্রব্য কারবার, কিশোর গ্যাং, খুনি সন্ত্রাসীরা ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। বিএনপির ভাবমূর্তি ও জনপ্রিয়তা নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামীলীগের সমরথিতো ও বি,এন,পির পরিচয় দেয়া এক নব্য নেতার কর্মকাণ্ডে। স্থানীয় পর্যায়ের বিএনপির কিছু নেতার আশ্রয়ে- প্রশ্রয়ে এবং
আওয়ামী লীগের কিছু লোকজনের ইন্ধনে এই নব্য নেতা অপকর্ম করে যাচ্ছে। বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। মানুষের জমি অবৈধভাবে দখল, রাস্তা-ঘাটে চাঁদাবাজি, বেড়িবাঁধে অবৈধ দখলবাজি, তুরাগ থানাধীন 53নং ওয়ার্ডে চাঁদাবাজি, সরকারি জমি অবৈধ দখল করে মার্কেট নির্মান। দুর্ধর্ষ চাঁদাবাজ, চিহ্নিত খুনি সন্ত্রাসী কিলার সোহেল বাহিনীর দুর্ধর্ষ অপরাধীরা এলাকায় এখন বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের কর্মীরা হয়ে যাচ্ছে বিএনপির কর্মী। এদের খারাপ কর্মকাণ্ডে সংগ্রামী বিএনপির ত্যাগী রাজপথের কারা বরন কারী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এমনি অভিযোগ উঠেছে নব্য এক নেতার বিরুদ্ধে। ঢাকা মহানগর উত্তর-৫৩ নং ওয়ার্ড এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে,সোহেল ওরফে কিলার সোহেলের বেপরোয়া কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসি। অবৈধ জমি দখল, মানুষের বাড়ী দখল,চাঁদার জন্য হামলা ভাংচুর ও লুটপাট করাই যার নেশা, তার আলোচিত নাম কিলার সোহেল।বিএনপি ও আওয়ামীলীগের কিছু নেতৃবৃন্দের সার্পোটে দখল চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে সোহেল রানার নেতৃত্বে একটি শক্তিশালী কুচক্র বাহিনী। তুরাগের কামারপাড়া, রানাভোলা, বামনার টেক, খালপাড়, মৌসুমীর বাড়ী এলাকার মানুষ এদের অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে বলে জানান সকল এলাকাবাসী। নব্য নেতা সোহেল, বিএনপির নাম ভাঙিয়ে প্রশাসনের নাকের ডগায় বসে এলাকায় বিভিন্ন অপকর্ম পরিচয়ে যাচ্ছে।অজানা কারণে প্রশাসন সব কিছু জেনেও নীরবভূমিকা পালন করছে।অনুসন্ধানে জানা যায়, কিলার সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতি মামলা, মারামারি ও চাঁদাবাজির মত অসংখ্য মামলা এখনো চলমান।। এসব অপরাধে প্রায় সময়ই জেলে থাকতো বিএনপির পরিচয় দেওয়া এই নব্য নেতা।সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে দাপিয়ে বেড়াচ্ছে কিলার সোহেল বাহিনী। সোহেল বাহিনীর প্রভাবে এলাকায় খুঁন খারাপি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে বলে জানান ভুক্তভোগী এলাকাবাসি। নিজস্ব একটি বাহিনী গড়ে তুলেছে সোহেল রানা ওরফে কিলার সোহেল। সম্প্রতি অনুসন্ধানে জানা যায়,53নং ওয়ার্ডের একটি বাড়ীতে জোর পূর্বক প্রবেশ করে বাড়ীর ভিতরে গিয়ে বাড়ীর মালিক ও তার লোকজনকে বেধড়ক মারধোর ও জখম করে লুটপাট করেছে সোহেল রানাও তার বাহিনী। কিলার সোহেল রানার মন্তব্য জানতে চেষ্টা করা করা হলে,তিনি বিষয়টি এড়িয়ে যান। তার অপকর্মের বিরুদ্ধে তুরাগ থানা, সেনা বাহিনীর ক্যাম্প ও রেব -০১ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর লিখিত অভিযোগের খবরও পাওয়া গেছে।