হেরেই চলেছে ম্যানচেস্টার সিটি। এবার দুর্দশার পিছু ছাড়ল না অ্যাস্টন ভিলার মাঠেও। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আরও একটি হার দেখল পেপ গার্দিওলার দল।
এ দিন ভিলার কাছে ২-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে এটি পেপ গার্দিওলার দলের নবম হার। এই সময়ে একটি জয় ও দুটি ড্র করেছে তারা।
১৭ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে ছয়ে নেমে গেলো ম্যানসিটি। তাদের হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেলো ভিলা।
ম্যাচের ১৬তম মিনিটে জন ডুরানের গোলে লিড পায় ভিলা। প্রায় মাঝমাঠ থেকে মর্গান রজার্স বল পায়ে নিয়ে সিটির বক্সের দিকে এগোতে থাকেন। ডুরানকে পাশে পেয়ে তাকেই পাস দেন, তারপর জালে জড়ায় বল।
দ্বিতীয়ার্ধে ডুরানের একটি গোল অফসাইডে বাতিল হলেও ভিলা ঠিক ব্যবধান দ্বিগুণ করেছে। বক্সের বাইরে থেকে জন ম্যাকগিনের সঙ্গে পাস বিনিময় করেন রজার্স। তারপর বক্সে ঢুকে গোলকিপারের ডানপাশ দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। ৬৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ দখলে নেয় স্বাগতিকরা।
একটি গোল শোধ দিয়েছিল ম্যানসিটি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ফিল ফডেন করেন গোল। এর আগে একাধিক সেভে সিটিকে হতাশ করেন ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।