মোহাম্মদ মহাসিনঃ
মিছিল স্লোগানে রাজপথে উৎসব মুখরিত ছিলো বিএনপির নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল নিয়ে প্রবেশ করে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মশালা নিয়ে উত্তরা পুর্ব থানা বিএনপির কর্মী সভা স্থানে। জিয়া’ খালেদা জিয়া ‘ তারেক রহমান- তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগানের মধ্যে দিয়ে উত্তরা পুর্ব থানা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা দেশ গড়ার প্রতিশ্রুতি গুলো নিয়ে আলোচনা করা হয়। ঢাকা-১৮ আসনের অন্তর্গত উত্তরা পূর্ব থানা বিএনপি’র কর্মীসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা সভাপতিত্বে করেন মোঃ শাহ আলম, আহবায়ক উত্তরা পুর্ব থানা বিএনপি ও পরিচালক করেন এস আই টুটুল যুগ্ম আহবায়ক উত্তরা পুর্ব থানা বিএনপি। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম এ কফিল উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান সেগুন, আক্তার হোসেন, মোঃ আফাজ উদ্দিন। দক্ষিণ খান থানা বিএনপির আহবায়ক হাজী মোঃ হেলাল উদ্দিন তালুকদার ও যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন দেওয়ান। মোঃ আমিনুল ইসলাম, মোঃ মনির, উত্তরা পুর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শরিফ, উত্তরা পুর্ব থানা যুবদলের সভাপতি মোঃ অপু সিকদার, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রুবেল। উত্তরা পশ্চিম থানা বিএনপির মোঃ আলাউদ্দিন আহমেদ, মোঃ সাগর আহমদ আলি, মোঃ ফিরোজ আহমেদ সহ তুরাগ, দক্ষিণখান, খিলক্ষেত, উত্তরখান, বিমানবন্দর, পশ্চিম থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কর্মশালায় উপস্থিত ছিলেন।
এস আই টুটুল উত্তরা পুর্ব থানা বিএনপির নেতা বলেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার তথ্য গুলো সকল শ্রেণীর মানুষের মাঝে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, আরো বলেন অনেক সুন্দর মনোরম পরিবেশে
ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে উত্তরা পুর্ব থানা বিএনপির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তরা পুর্ব থানা বিএনপির কর্মী সভা ঘিরে ব্যানার, ফেস্টুন সহ সাজসজ্জা বিভিন্ন সড়কের মুখে মুখে দেখা যায়। সভা স্থানের আশেপাশে প্রচার প্রচারণায় জমজমাট দেখা যায়। আব্দুল্লাহপুর, কসাইবাড়ী, জয়নাল মার্কেট, হাউস বিল্ডিং, ৮ নং রেল গেইট, দেওয়ান সিটি, কাঁচা বাজার, জামতলা, ফরিদ মার্কেট, জসিম উদ্দিন রোড সহ বিভিন্ন সড়কে বড় বড় ফেস্টুন সাঁটানো দেখা যায়, জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছবি নাম সহ।